1. scka.tk@gmail.com : sckabd :

এস.সি.কে.এ. কার্যকরী পরিষদ নির্বাচন, ২০২০ ও ইফতার মাহফিল সম্পন্ন

ছবি: সদস্যদের উপস্থিতিতে নির্বাচন ২০২০
গত ১৮ মে, ২০২০ ইং রোজ সোমবার দুপুরে স্বপ্নছায়া ছাত্র কল্যাণ এসোসিয়েশন কর্তৃক এস.সি.কে.এ. কার্যকরী পরিষদ নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়। ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক ও সাবেক সভাপতি মোজাম্মেল হক এ নির্বাচন পরিচালনা করে। এই নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এ চারজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। এবং অন্যান্যদের সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নির্বাচিত করা হয়। আগামী ২ বছর পর্যন্ত এই কার্যকরী পরিষদ কার্যকর থাকবে। এছাড়া ফোরামের উপ কমিটিও আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ঐ মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ছবি: ইফতার মাহফিল ২০২০
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা জনাব মোঃ আবু দাউদ, প্রবাসী বিভাগের প্রধান উপদেষ্টা হাফেজ মোঃ এজহারুল ইসলাম, সিনিয়র উপদেষ্টা জালাল উদ্দিন জোবাইর সহ আরো শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন। ফোরামের প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে ফোরামের কাজকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে একতা বদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বর্তমানে নতুন করে যারা কার্যকরী পরিষদ নির্বাচন ২০২০ এ নির্বাচিত হয়েছে তাদের বেশি ভূমিকা পালন করতে হবে। এছাড়াও তিনি সর্বাত্মক প্রতিটি কাজে সহযোগিতা করবেন বলে ফোরামের সদস্যদের আশ্বাস দেন।
নিচে ২০২০ এর কার্যকরী পরিষদের তালিকা দেওয়া হল::
১-০৬-২০২০-২১-২২ ইংএই দুই বছরের কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ:
১. হাফেজ রাসেল উদ্দিন , সভাপতি
২. মোজাম্মেল হক হৃদয় , সহ-সভাপতি
৩. ফয়জুল কবির রিয়াজ, সাধারণ সম্পাদক
৪. নুরুল আনছার, সাংগঠনিক সম্পাদক
৫. হারুন অর রশিগ, অর্থ সম্পাদক
৬. রিয়াজুল ইসলাম রিদওয়ান , প্রচার সম্পাদক
৭. শামিম উদ্দিন , সহ প্রচার সম্পাদক
৮. শাহ কামাল শাফি, শিক্ষাবিষয়ক সম্পাদক
৯. আবুল কালাম আজাদ, সহ শিক্ষাবিষয়ক সম্পাদক
১০. এনামুল হক মানিক, সংস্কৃতিবিষয়ক সম্পাদক
১১. ইরফানুল হক, সহ সংস্কৃতিবিষয়ক সম্পাদক
১২. সিফাত হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক
১৩. ইসহাক সাঈদ, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক
১-০৬-২০২০ থেকে ৩১ -০৫-২০২১ এই এক বছরের উপ কমিটি:
মোঃ আবছার উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক
মোঃ ইয়াহিয়া, মাদ্রাসা বিষয়ক সম্পাদক

© All rights reserved 2018-24 ||
স্বপ্নছায়া ছাত্র কল্যাণ এসোসিয়েশন
||একটি স্বপ্নছায়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফোরাম
Developed by Ucchasha IT.