টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দিন, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার এমএ মনজুর ও শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ উল্লাহ এ বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন।
পরীক্ষায় বাহারছড়া ইউনিয়ন ও জালিয়াপালং ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের স্কুল, নূরানী মাদ্রাসাসহ ১৪ টি প্রতিষ্ঠানের ৩য় ও ৪র্থ শ্রেণির ১২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে স্কুল ৩য় শ্রেণি হতে ট্যালেন্টপুল ১ জন- রাওজাত জাহিদ রাহা ও সাধারণ গ্রেডে ৩ জন- সাকিব আল হাসান, নূর মোহাম্মদ, মোঃ সাকিল শাহরিয়া ইমন; নূরানী ৩য় শ্রেণি হতে ট্যালেন্টপুলে ৩ জন- উম্মে আয়মান, জান্নাতুল মাইমুন ও মোঃ আয়াছ উদ্দিন; সাধারণ গ্রেডে ১২ জন- মোঃ ইয়াকুব উসমানী, জিয়াউল হক, আশরাফিয়া কাউছার, তকিয়া তাহসিন তিবা, উমর ফারুক, শব্বির আহমদ, আব্দুল্লাহ নূর বাবু, শাহ জালাল, তাওহিদুল ইসলাম, জেসমিন আক্তার, আরিফা জাহান এবং আজিজা সোলতান; স্কুল ৪র্থ শ্রেণি হতে ট্যালেন্টপুলে ২ জন- মারিয়া নাওশাত তোফা ও হাসানুল জাবেদ জিহান; সাধারণ গ্রেডে ৪ জন- সাইদুর রহমান রায়হান, উম্মেল ওয়ারা দিঘী, রহমাতুল এফতে সামা রিহাব ও গোলাম মওলা মিকসন এবং ৪র্থ শ্রেণি মাদরাসা হতে সাধারণ গ্রেডে ২ জন- সুফাইদা আক্তার ও রেহেনা আক্তার বৃত্তি লাভ করে।
পরীক্ষা পরিচালনা করেন ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ আবু দাউদ ও সভাপতি মোঃ মোজাম্মেল হক, মোঃ আরিফ উল্লাহ, সাধারণ সম্পাদক- হাফেজ মোঃ রাসেল উদ্দিন, মোঃ হারুন, মোঃ মোজাম্মেল হক (হৃদয়), রিয়াজুল ইসলাম রিদুয়ান, মোঃ ফজুল কবির রিয়াজ, মোঃ শাহ কামাল শাফি, হাফেজ মোঃ শামিম উদ্দিন, হাফেজ মোঃ এনামুল হক (মানিক) , আবুল কালাম, আব্দুল্লাহ, সিফাত হোসেন, দিদারুল ইসলাম, হাফেজ সাইফুল্লাহ, ইয়াহিয়া, হাসানুল বান্নাহ জায়েদ, আলী মুর্তজা, তারেক আজিজ সহ অনেকে।