1. scka.tk@gmail.com : sckabd :

সভাপতির বাণী

জনাব/জনাবা
আসসালামুআলাইকুম

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার টেকনাফ থানার প্রাণকেন্দ্রে অবস্থিত বাহারছড়া ইউনিয়নের অন্যতম সমাজসেবা সংগঠন -স্বপ্নছায়া ছাত্র কল্যাণ এসোসিয়েশন অত্র অঞ্চলের বহুমুখী প্রকল্প বাস্তবায়নে আলোকিত বর্তিকা স্বরুপ। সফল ও জ্ঞানী-গুনী ব্যাক্তিত্বের জীবনের ভীত রচনায় অত্র সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে।
এমনই একটি ঐতিহ্যবাহি সংঘঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি অত্র সংগঠনে সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর পূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনাদের একাত্ততা ও সহযোগীতা কামনা করছি।
এতদসত্বে সুদক্ষ পরিচলনা পর্ষদ ও সভাপতি কর্তৃক পরিচালিত অত্র সংঘঠনের যে কোন কার্যক্রমে আপনাদের পরামর্শ গ্রহনের প্রতিশ্রুতি ব্যাক্ত করছি। সংগঠন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ব্যাক্তিত্যের পূর্ণ বিকাশ ও মনুষত্যের উন্মোষ ঘটানো একজন মানুষের পরিপূর্ণ বিকাশে সভাপতি, সহ-সভাপতি, পরিচালনা পর্ষদ, নীতি নির্ধারক সংশ্লীষ্ট চেষ্টার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতা একান্ত আবশ্যক।। পরিশেষে বলতে চাই, সঠিক পথে পরিচালিত করে দায়িত্ববোধ সম্পন্ন, আদর্শবান ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলা দৃঢ় শপথ হোক আমাদের অঙ্গীকার।
আল্লাহ আমাদের সহায় হউক।

মোঃ হারুন অর রশিদ

সভাপতি (এসসিকেএ)

© All rights reserved 2018-24 ||
স্বপ্নছায়া ছাত্র কল্যাণ এসোসিয়েশন
||একটি স্বপ্নছায়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফোরাম
Developed by Ucchasha IT.